ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা আসতে শুরু করেছে। রাত আটটা পর্যন্ত এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। তবে এবার নরেন্দ্র মোদির বিজেপিও বেশ এগিয়েছে। শেষ পর্যন্ত বাংলার মসনদে কে বসছেন তা জানা যাবে ২ মে ভোট গণনার পরেই।
আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটায় এনডিটিভি যে সমীক্ষা দেখায় তাতে দেখা যায়, আবারো বাংলার ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১৫৬টি আসন। তবে বিজেপিও পিছিয়ে নেই খুব একটা। তাদের নামের পাশে দেখানো হচ্ছে ১২৩টি আসন। বামফ্রন্টের মাত্র ১৬টি। উল্লেখ্য- বিধানসভা নির্বাচনে জিততে হলে পেতে হবে ১৪৮টি আসন।
প্রথম দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোটগ্রহণ চলে আট দফায়। তবে প্রার্থীদের মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল ২৭ মার্চ। এরপর ১,৬,১০,১৭, ২২ ও ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হয়। ২৯ এপ্রিল তথা অষ্টম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে ভোটের প্রচারে ক্ষমতাসীন তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ চরমে ওঠে। দুই শিবিরই সর্বশক্তি দিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করে। করোনা আবহ সত্ত্বেও প্রত্যেক দলই সভা-সমাবেশ ও রোড শো করেছে। সারা রাজ্য ঘুরে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হয়েছে বাড়ি বাড়ি প্রচারও। ভোটের আসরে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চা। বাম দলগুলি কংগ্রেস ও আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়াই করেছে। শেষ দুই দফার প্রচারের ক্ষেত্রে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিছুটা নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। এখন সবাই তাকিয়ে ২ মে ভোট গণনার দিকে।
Leave a Reply