ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দি রাখার জন্য প্রস্তুত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক ওই কারাগার আকস্মিক পরিদর্শন করেন। তিনি মহিলা কারাগারের ডিভিশন ওয়ার্ড থেকে শুরু করে সাধারণ ওয়ার্ড পর্যন্ত পরিদর্শন করেন এবং বন্দি রাখার উপযোগী করতে নির্দেশনা প্রদান করেন। দুবছর আগে এ মহিলা কারাগারটি উদ্বোধন করা হলেও সেখানে কোনো বন্দি রাখা হয় না। ফাঁকা পড়ে আছে। এখন হঠাৎ করেই মহিলা কারাগারটি প্রস্তুত করা নিয়ে নানা তথ্য সামনে আসছে।
সামনে কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হতে পারে। তখন বন্দি রাখার স্থান সংকুলান নাও হতে পারে। এজন্য আগে থেকেই কারাগার প্রস্তুত করা হচ্ছে। আবার অপর সূত্র বলছে, গতকাল থেকে দেশজুড়ে শুরু করা পুলিশের বিশেষ অভিযানে ঢাকাতে সর্বাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে তাদের রাখতেই কারা প্রশাসন তাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, আইজি প্রিজন্স মহোদয় মহিলা কারাগার পরিদর্শন করেছেন। তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা কাজ শুরু করেছি। আশা করি আমরা কালকের মধ্যেই কারাগারটি বন্দি রাখার উপযোগী করতে পারব।
Leave a Reply