1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বুড়িগঙ্গায় যাত্রীবাহী খেয়া নৌকাডুবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় খেয়া পারাপারের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌকাটিতে চারজন যাত্রী ছিল, তবে নৌকাডুবির সাথে সাথে আশেপাশের অন্যান্য মাঝিরা দ্রুত পানি থেকে যাত্রীদের টেনে তুললে কোন হতাহতের ঘটনা বলে ঘটেনি বলে নিশ্চিত করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৪শে নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর গুদারাঘাট আলম মার্কেট বরাবর এই ঘটনা ঘটে।
বুড়িগঙ্গার দক্ষিণ পারের খাঁজা মার্কেট ঘাটের মাঝি আব্দুস সবুর মিয়া জানান, সন্ধ্যার সময় পটুয়াখালীগামী কয়েকটি লঞ্চ একসাথে ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত ঢেউয়ের সৃষ্টি হলে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চার যাত্রীকে কয়েকজন মাঝি মিলে উদ্ধার করি।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান জানান, নৌকাডুবির সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় মাঝিরা নৌকাডুবিতে পানিতে পড়ে যাওয়া চারজনকে উদ্ধার করে। তারপরেও আরো যাত্রী ছিল কিনা এই আশঙ্কায় প্রায় এক ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালানো হয়। তবে এ সময় আর কাউকে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews