ঢাকায় চৌদ্দ বছরের ছেলে বিল্লাল হোসেনকে খুঁজে পেতে আকুতি জানিয়েছে তার পরিবার। চার দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত বুধবার (১৬ নভেম্বর) কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ইস্পাহানি তরিকুল্লাহ টাওয়ার এলাকা থেকে বিল্লাল হোসেন হারিয়ে যায়। বিল্লালের পড়নে ছিল ব্লু চেক শাট, ও জিন্স প্যান্ট। গায়ের শ্যামলা, উচ্চতা: ৪ ফুট ৫ ইঞ্চি।
এসময় সে তার কর্মস্থল অত্র থানাধীন ইস্পাহানি তরিকুল্লাহ টাওয়ারের ৫ম তলার কটনক্লাব এর শাটের কারখানা থেকে কাজ শেষ করে অন্য কারখানায় কাজ করার কথা বলে বের হলে আর বাড়ী ফিরেনি।
বিল্লাল হোসেনের বাবা রুবেল জানান, আমার ছেলে অন্য কোন কারখানায় যায়নি। অনেক খোঁজা খুঁজি করিয়া পওয়া যায় নাই তাকে। আমার ছেলের সাথে থাকা মোবাইল নাম্বার ০১৯৩৭- ৮৪২৯৪০ নাম্বারে কল করিয়ে বন্ধ পাওয়া যায়।
বিল্লাহ হোসেন যাওয়ার বিষয়ে তার বাবা রুবেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নাম্বার ১১২৭, তারিখ: ১৮/১১/২২ইং।
যদি বিল্লাল হোসের খবর কেউ পেয়ে থাকে তাহলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অথবা ০১৭৪৮- ০৬০৮০২, ০১৭০০- ৬৬৯৭২১ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ রইল।
বিল্লালের এখনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চাইলে নিউজ টা ছড়িয়ে দিয়ে খুঁজে পেতে সহযোগিতা করতে পারি। বাচ্চাটা যেন সুস্থভাবে নিজের পরিবারে ফিরে আসতে পারে।
বুড়িগঙ্গা টিভি /শেখ ফরিদ
Leave a Reply