বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চার দিন পর রোববার সন্ধ্যায় গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী।
তিনি বলেন,রোববার দুপুরের গাজীপুরের চন্দ্রা বাজার এলাকায় রাস্তার পাশে একটি নবজাতকের সন্ধান পায় স্থানীয়রা। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওয়ানা দেয়। সেখানে গিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটি দেখে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতক শিশুকে নিয়ে পুলিশের টিমটি বগুড়ায় পৌঁছে।
পুলিশ জানায়, আদালতের মাধ্যমে নবজাতককে তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
নবজাতকের স্বজনেরা জানান, সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চার দিন বয়সী ওই নবজাতককে খালা রোজিনার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী। ঘটনার চার দিন পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে বুধবার (৯ নভেম্বর) অপরিচিত এক নারী সরকারিভাবে পাঁচ হাজার টাকা সরকারি সহায়তা দেয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই বগুড়ার পুলিশ শিশুটিকে উদ্ধারে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছিলো।
Leave a Reply