কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ পুলিশের ছদ্মবেশে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি করা আন্তজেলা ডাকাত দলের সর্দার হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাইসহ ১৩ মামলার আসামি জসিম মোল্লাকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—১০। এ সময় তাদের কাছ থেকে র্যাংক ব্যাজসহ পুলিশের পোশাক, ওয়াকি টকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি দুটি, ছুরি, লোহার স্টিক, ড্রিল মেশিন,কাটার মেশিন ও নগদ ৫৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় র্যাব—১০ এর অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিশনাল ডিআইজি ও র্যাব—১০ অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে র্যাব—১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত সর্দার জসিম মোল্লা ও তার প্রধান ২ সহযোগী জাহিদুল ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় এবং অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত জসিম শরীয়তপুরের জাজিরা এলাকায় গত ৮ সেপ্টেম্বর সংঘটিত চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার সহযোগী ইয়াছিন ও জাহিদুল এর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
Leave a Reply