কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
রবিবার (৬ই নভেম্বর) সকালে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় পল্লবী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হাজতি নং- ৪৪৯৭০/২২ , মোঃ শফিকুল ইসলাম খান কেরানীগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ও হাতিরঝিল থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি (হাজতি নং -৫৫৮৮৬/২২), মোঃ আবু সাঈদ এবং বনানী থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি (হাজতি নং -৫০০২০/২২) মোঃ সামসুল আলম সরকারী মাদ্রাসা ই- আলীয়া ঢাকা কেন্দ্রে পরীক্ষার অংশগ্রহণ করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুভাষ কুমার ঘোষ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ মোতাবেক এবং শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তারা তিনজন এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সামসুল আলম ও ও আবু সাঈদ যাত্রাবাড়ী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এবং শফিকুল ইসলাম মিরপুর দুয়ারী পাড়া সরকারি কলেজের ছাত্র। শিক্ষার্থীদের শিক্ষা যেমন যত নষ্ট না হয় সেজন্যই বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুড়িগঙ্গা টিভি /টিটু আহমেদ
Leave a Reply