ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার করেছে র্যাব ১০ ।
র্যাব-১০ এক প্রেসব্রিফিংয়ে জানায়, গত ২৭ এপ্রিল র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাত ৮টা ২০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ০১) মো: সজিব (৩২) ও ০২) রাসেল (২৮) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ০৪ টি অটো রিক্সা, ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সি এন জি, ০১টি মোটরসাইকেল, ০২টি দেশীয় ধারালো অস্ত্র, ০২ টি সুইচ গিয়ার চাকু, ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অবস্থান নিয়ে অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদির গতি রোধ করে সাধারন মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মূল্যবান সম্পদ লুটসহ অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদি জোরপূর্বক ছিনিয়ে নিত বলে জানা যায়।
র্যাব-১০ আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply