কেরানীগঞ্জ (ঢাকা) : ঘুর্ণিঝড় সিত্রাংএর কারণে ভোররাত থেকে টানা বৃষ্টিতে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে চড়ম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এদিকে সকাল থেকে উপজেলার অনেক এলাকায় বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন, আগানগর, জিনজিরাসহ কয়েকটি ইউনিয়নের আবাসিক এলাকায় বিদ্যুতের সমস্যা সৃষ্টি হওয়ায় চোর ডাকাতের আতঙ্কে রয়েছে কয়েক লাখ মানুষ। এদিকে এসব এলাকার রাস্তায় হাটুর উপরে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি।
আগানগর কদমতলী নতুন রাস্তা এলাকার দোকানদার আবুল হোসেন জানান, সকালে খালপাড় এলাকার পল্লী বিদ্যুতের খুটিতে থাকা ট্রান্সমিটারে বিকট শব্দে করে ট্রান্সমিটারের ঢাকনা খুলে নিচে পড়ে যায়। সাথে সাথে ওই এলাকার দুই শতাধিক বাড়ির সহস্রাধিক বাসার বিদ্যুতত বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।
শুভাঢ্যা পল্লী বিদ্যুৎ জোন অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ট্রান্সমিটারের সমস্যা সমাধান করা যাচ্ছেনা। তবে দ্রুত সমস্যার সমাধান করে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।
Leave a Reply