1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জেল ও অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জেল জরিমান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার  শাক্তা ও রোহিতপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রয় ও উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা ও জেল প্রদান করা হয়।

রুহিতপুর এলাকার রামের কান্দা আনারপুর রোডে অবস্থিত  নিউ মাসুম বেকারিতে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শাক্তা রামের কান্দা এলাকার পদ্মপুকুর নামে একটি ক্যাফে নিম্নমানের খাদ্য পরিবেশন করায় তাদেরকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ধারা ও ভোক্তা অধিকার আইনে ২০০৯এর ৫২ ও ৫৩ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় টেস্টি ট্রিট নামে একটি বেকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশনের দায়ে সাত্তা ও রহিতপুর এলাকার তিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা ও একজনকে জেল প্রদান করা হয়েছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews