ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৫ জন ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের আপডেটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৩ জন। আর ঢাকার বাইরে ৩৩২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৮১।
ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৫২ জন এবং ঢাকার বাইরে ৪২ জন। ডেঙ্গুতে চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৯ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হন।
Leave a Reply