কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় গ্রিড বিপর্যয়ে ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে, দু—একদিনের মধ্যেই চাকরিচ্যুতসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার দুপুর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাঁধন সোসাইটি অফ বাংলাদেশ আয়োজিত যুগব্যাপী(২০২২—২০৩৪)বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিয়ে কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন ব্লাক আউট হওয়ার কারণে দেশের পূর্বাঞ্চলে বেশ কিছু জায়গায় এখনো ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব এ বিপর্যয় কাটিয়ে উঠতে, হয়তো আগামী আট দশ দিনের মধ্যেই আমরা ওভারকাম করতে পারব।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অতিরিক্ত থাকায় এই মুহূর্তে জ্বালানি কিনতে গেলে অর্থনীতির উপর চাপ পড়তে পারে। এছাড়া বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তাই আপাতত গ্যাস আমদানী বন্ধ রেখে বিদ্যুৎখাত থেকে কিছু পরিমান গ্যাস শিল্প কারখানায় দেয়ার ব্যবিস্থা করেছি। আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে কেবল মাত্র জ্বালানী তেলের কারনে তা ব্যহত হচ্ছে। ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশ সফরে এসেছেন, তাদের সাথে আমাদের জ্বালানি বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার কথা রয়েছে। সেখান থেকে আশা করা যায় কিছু জ্বালানি পাওয়া যেতে পারে।
এসময় প্রতিমন্ত্রী বিদ্যালয় মাঠে বেশ কিছু গাছের চারা রোপন করেন। এতে অন্যানের মধ্যে বাধন সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীমা হামিদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মজিবুর রহমান,বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মো. আসলামসহ বিদ্যালয়ের সহস্রাধিব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply