মহামারী করোনার নতুন ধরন ঠেকাতে ভারতের সাথে সীমান্ত বন্ধের পর বিভিন্ন সীমান্তের দুই পারে আটকে পড়া ২২৮ জন বিশেষ এনওসির মাধ্যমে নিজ নিজ দেশে প্রবেশের অনুমতি পেয়েছেন।
পাশ্ববর্তি দেশ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের সাথে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। এর জেরে কয়েকটি সীমান্তে আটকা পড়েন দু’দেশের যাত্রীরা। আটকে পড়াদের জন্য পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ছাড়পত্রের ব্যবস্থা হয়। ভারতের পেট্টাপোলে দিয়ে এনওসি নিয়ে আজ বাংলাদেশে প্রবেশ করছেন ১০০ জন।
এ বিষয়ে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, করোনা পরীক্ষায় নেগেটিভ আসা যাত্রীদের নিজ খরচে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। অন্যদিকে, করোনা পজিটিভ হলে ভর্তি করা হবে যশোর সদর হাসপাতালে।
Leave a Reply