রাজধানীর গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোসারাত জাহান মুনিয়া বাড়ি কুমিল্লায় এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা। জানাগেছে ওই ফ্ল্যাটে সে একাই থাকতেন।
গতকাল সোমবার রাতে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় রাতেই ওই তরুণীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণা মামলা করেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা। অভিযোগ উঠেছে ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচণা দিয়েছিলেন তিনি। গত দুই মাস এই বাসায় একাই থাকতেন ওই কলেজছাত্রী।
ঘটনার বিষয়ে গণমাধ্যমে সামনে কথা বলতে চাননি ভূক্তভোগীর পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ এবং ওই তরুণীর ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে পুলিশ। তারা বলছেন, মামলার তদন্ত করে প্রকৃত ঘটনা খোঁজে বের করা হবে।
এদিকে, মোসারাতের মরদেহের সুরতহাল করে ময়ানতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply