কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকা থেকে সেলিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাদতন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় ।
নিহতের পরিবারের অভিযোগ স্বামী গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছে। স্বামী শুভ (২৩) একটি ওয়ার্কশপের কর্মচারী। সে স্ত্রী ও সন্তান নিয়ে পারগেন্ডারিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত বলে জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে পুলিশ। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত সেলিনার পিতা সিরাজুল ব্যাপারী জানান, গত তিন বছর আগে মেয়ের বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার সইতে না পেরে বেশ কয়েকবার মেয়ে রাগ করে আমার বাড়িতে চলে আসে। পরে আবার বুঝিয়ে শুনিয়ে তাকে শ্বশুরবাড়িই ফেরত পাঠানো হয়। মাঝ রাতে মেয়ের সাথে ফোনে কথা হলে আবারও স্বামী তাকে মেরেছে বলে জানতে পারি এবং রবিবার ভোরে খবর পাই আমার মেয়ে মারা গেছে। মেয়ের বাসায় গিয়ে দেখি শুভ আমার মেয়েকে গলায় ওড়না পেচিয়ে করে শ্বাসরোধে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শুভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ দাফনের পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
Leave a Reply