ভোলার চরফ্যাশন এলাকায় পালিত দেশী হাসে কালো ডিম পাড়ছে। আর সে ডিম নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
উপজেলার জিন্নাগড় ৪ নম্বরের সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস আজ বৃহস্পতিবার আরও একটি কালো ডিম পাড়ে। এর আগে বুধবার কালো ডিম দেয় ওই হাঁসটি।
তাসলিমা বেগম বলেন, ‘আমার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৯ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং কালো দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে বাড়িতে মানুষের ভিড় জমে যায়।’
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করবো। তারপর সেই ডিমগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো জাতের সঙ্গে ইনফেকশন থেকে এমন হয়েছে। বা খাদ্য গ্রহণের সময় হাঁস যদি রং খেয়ে ফেলে তাহলেও এমন হতে পারে।’
Leave a Reply