মানিক রহমান। এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন। জন্ম থেকেই দুটি হাতের একটিও নেই মানিক রহমানের। তাই বলে থেমে যায়নি তার পথচলা। শারীরিক প্রতিবন্ধী এই কিশোর সচল পায়ের ওপরই রেখেছেন অটুট ভরসা। সেই পা দিয়ে লিখে এসএসপি পরীক্ষা দিচ্ছেন অদম্য এই কিশোর।
ফুলবাড়ি জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মানিক বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মানিক ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির সন্তান।
মানিক বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি। পা দিয়ে লিখে এর আগে জেএসসি পরীক্ষা দিয়েছি। জিপিএ-৫ পেয়েছিলাম। লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই আমি। তাই সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেনো আমাকে সুস্থ রাখেন।’
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও লেখাপড়ায় তার আগ্রহ অনেক। বিষয়টি উল্লেখ করে মরিয়ম বেগম বলেন, ‘আমরা ওকে সাহস দিয়ে যাচ্ছি। ভালো ফল করে সে যেনো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নপূরণ করতে পারে।’
মিজানুর রহমান ওষুধ ব্যবসায়ী। দুই ছেলের মধ্যে মানিক বড়। তিনি জানান, ছোট থেকেই মানিক পা দিয়ে লেখার অভ্যাস করে। জেএসসিতে ভালো রেজাল্ট করেছে। ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি এসএসসিতেও সে ভালো রেজাল্ট করবে।
ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সুপার মো. মশিউর রহমান বলেন, ‘মানিক রহমান অত্যন্ত মেধাবী। এর আগে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার পরীক্ষা আমরা গুরুত্বসহকারে নেওয়ার ব্যবস্থা করেছি। তার লেখা দেখে কেউ বুঝতে পারবে না সে পা দিয়ে লিখেছে।’
Leave a Reply