সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর): জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর প্রতিযোগিতায় নাটোরের সিংড়া উপজেলার (মাদ্রাসা পর্যায়ে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ সেপ্টম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির কাছ থেকে সিংড়া উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরুস্কার গ্রহন করেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুল ইসলাম।
এসময় প্রতিমন্ত্রী পলক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যডভোকেট জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমূখ।
Leave a Reply