কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ থেকে ৯৮ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রথমে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও তার ড্রাইভার রহমান (৩২)কে প্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়া,সাভার, ও রাজধানীর বিভিন্ন এলাকা ও সর্বশেষ খুলনা থেকে গ্রেপ্তার করা হয় একজন নারী সদস্য ও পুলিশ সদস্যসহ চক্রের মোট আট জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়ের নগদ ১৫ লক্ষ টাকা। এমনটাই জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ।
সোমবার(১২ই সেপ্টেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো, কামরুজ্জামান (৪২),সুমন(৩৮), রহমান (৩২),উত্তম মজুমদার (৩৬), জাকির হোসেন (৩৮), শরিফ (৩৬), আনন্দ পাল(২৭) ও একমাত্র নারী সদস্য নাহিদা নাহার মেমী(৩২)।
পুলিশ সুপার আরো জানান, গত ২রা আগস্ট কেরানীগঞ্জের মডেল থানাধীন জনি টাওয়ার এলাকা থেকে মানিকগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হাবু মিয়ার দোকানের কর্মচারী বরুন ঘোষকে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে তার কাছে থাকা আটটি স্বর্ণের বার ও তিন হাজার টাকা লুটে নিয়ে ঝিলমিল আবাসিক এলাকার নির্জন স্থানে তাকে ফেলে চলে যায় ছিনতাইকারী চক্রটি।
এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-১০) দায়ের করা হলে ঘটনা তদন্তে একে একে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে কামরুজ্জামান নামের একজন পুলিশ সদস্য রয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
Leave a Reply