★কেরানীগঞ্জে নদীতে বাঁধ দিয়ে মাটি ভরাটের দায়ে জরিমানা★
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডার মির্জাপুর এলাকায় সিংহ নদীর তীরভূমির প্রায় ৩০ ফুট জায়গায় বাঁধ দিয়ে বালু ও মাটি ফেলে অবৈধভাবে ভরাট করার অভিযোগে নীল নগর ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের কোম্পানীকে নগদ ৫০হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ভেকু ও ২টি ট্রাক জব্দ করা হয়।
বুধবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান এর নেতৃত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার সিফাত হোসেন তাৎক্ষণিক জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করলে পরবর্তীতে এ ধরনের কাজ আর না করার শর্তে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আমেনা মারজান বলেন, নদী সরকারি সম্পত্তি, এটা দখল করে কোন ধরনের অবকাঠামো তৈরি সুযোগ নেই। নদীর জায়গা ভরাট করার অভিযোগে আজ নীল নগর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে তাদেরকে আর্থিক জরিমানা করে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply