আগামি দুই-একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কতটুকু কমানো যাবে, তা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে সংবাদ সম্মেলনে বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, তেলের দামের ওপর কর কমানোর ফলে খরচ কতটা কমবে, তা খতিয়ে দেখা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধে রোববার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। শুল্ক কর কমানোর ফলে ডিজেলের আমদানি ব্যয় কমবে। এতে আশা্ করা হচ্ছে, শিগগিরই দেশের বাজারে সমন্বয় করা হবে তেলের দাম।
সোমবার বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সংস্থার চেয়ারম্যান জানান, তেলের দামে কতটা প্রভাব পড়বে, তা পর্যালোচনা পর্যায়ে রয়েছে। এজন্য দুই-তিন দিন সময় লাগতে পারে। রাশিয়া থেকে জ্বালানি তেল আনার বিষয়ে বিপিসির চেয়ারম্যান বলেন, এ বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই।
এদিকে, সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি দেড়শো ডলারে পৌঁছেছে। তাই কতটুকু সমন্বয় হবে, তার বিশ্লেষণ চলছে।
গত ৫ আগস্ট ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়ায় সরকার। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।
Leave a Reply