চুরির মামলায় গ্রেফতার এক নারী আসামি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছেন। একদিন পেরিয়ে গেলেও ওই আসামিকে খুঁজে পায়নি পুলিশ। ঘটনাটি রাজধানীর গুলশান থানায়।
ওই আসামির নাম খাদিজা আক্তার। তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে ২৩ আগস্ট থানায় একটি মামলা করা হয়। রোববার (২৮ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আশা করি, খুব শিগগির তাকে ধরতে পারবো। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাদিজাকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়। ওসি আবুল হাসান বলেন, পরদিন রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলেন খাদিজা। তখন থানা একটি টয়লেটে তাকে নিয়ে যান একজন নারী পুলিশ সদস্য। আসামি ওই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।
মামলার বিবরণে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখেন, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালংকার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও হারানো যায়।
এ ঘটনার পরে বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ১৬ আগস্ট বেলা ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন খাদিজা আক্তার। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।
তথ্যঃ জাগো নিউজ
Leave a Reply