কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আগানগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪শে আগষ্ট) বিকেলে আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলার দিনের ঘটনার স্মৃতিচারণ করে, ছাত্রলীগকে ঐক্যবন্ধ থেকে আগামী নির্বাচনে কাজ করার আহবান জানান।
এতে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংকৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন মিঠু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ্ জুয়েল, সাধারণ সম্পাদক জসিম আহম্মেদ নিরব। সংক্ষিপ্ত বক্তব্যদেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন মিঠু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাহ্ জুয়েল, সাধারণ সম্পাদক জসিম আহম্মেদ নিরব। এছাড়া আগানগর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন সানজিত, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীন আহমেদ মুন্নাসহ নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
নাসির উদ্দিন টিটু/বুড়িগঙ্গা টিভি
Leave a Reply