কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ভবন মালিকের অবহেলায় নির্মাণাধীন পাঁচতলা ভবনে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অরক্ষিত অবস্থায় কাজ করার সময় পাঁচতলার ছাদ থেকে পড়ে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবু সাঈদ (৫২)। সে পটুয়াখালী জেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামের মো.কাদের মৃধার ছেলে।
বুধবার সকাল পেঁৗনে এগারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাবিবনগর এলাকায় রফিক মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহতের সাথে কাজ করা শ্রমিক মাসুদ জানায়, সকালে সবাই একসাথে কাজ শুরু করি। পাঁচতলার ছাদের উপর রডের কাজ করার সময় হঠাৎ আবু সাইদ উপর থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথার পিছনের খুলি ভেঙ্গে রক্ত ক্ষরণ হতে থাকে। দ্রুত তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্য এক শ্রমিক নিরাপত্তার বিষয়ে জানান, কোমরে বেল্ট বাঁধা থাকলে বা নিচে কোন প্রকার জাল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করলে এই দুর্ঘটনা ঘটতো না। আমরা এখানে অনেক ঝুকি নিয়ে কাজ করি। এর আগেও ভবন মালিককে একাধিকবার নিরাপত্তার জন্য সেফটি বেল্ট ও হেলমেটের কথা বলা হয়েছে কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নাই।
নিহতের স্ত্রীর বড় ভাই লিটন মৃধা জানান, ভবন মালিক যদি সঠিক নিরাপত্তার ব্যবস্থা রাখতো তাহলে আজ তার বোন জামাই মারা যেতোনা। ভবন মালিকের অবহেলায় নির্মম মৃত্যু হয়েছে গেছে বলে এর সঠিক তদন্ত করে বিচার দাবী করেন তিনি।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে (বুধবার) হাবিবনগর এলাকায় কাজ করতে গিয়ে পাচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ(মিটফোর্ট) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply