ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে বিসিক শিল্প নগরী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
গতকাল রাত শুক্রবার সারে এগোরাটার দিকে প্রাইম প্যাকেজিং নামক ফ্যাক্টরি ভূষ্মিভূত ও পার্শ্ববর্তী একটি লাইট ফ্যাক্টরির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,বিসিক শিল্প নগরীর হাজী মোঃ আশিক ইকবাল সহ যৌথ মালিকানাধীন prime painting প্যাকেজিং কারখানায় দোতলা বিল্ডিংয়ের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মালিকের বরাত দিয়ে ওসি জানান, পুড়ে যাওয়া কারখানায় প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেরানীগঞ্জ স্টেশন, সদর দপ্তর ও সদরঘাট ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফারুক আহমেদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি প্রিন্টিং ফ্যাক্টরি। এখানে বিভিন্ন প্যাকেট ও ব্যাগের উপর প্রিন্ট করা হয়। শুক্রবার ছুটির দিনে ফ্যাক্টরি বন্ধ থাকায় সেখানে কোন শ্রমিক ছিল না। অগ্নিকাণ্ডে প্রিন্টিং ফ্যাক্টরি ছাড়া ফ্যাক্টরিটির পাশে থাকা ওসাকা নামক অপর একটি লাইট ফ্যাক্টরির কিছুটা ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি।
Leave a Reply