রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এক্সপ্রেসওয়ের গার্ডার চাপায় প্রাইভেটকারে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বিকালে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৪টার এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই শিশুসহ মোট চারজন নিহত হন। আহত হন আরও দুইজন। এ ঘটনায় নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারে ছিলেন। নির্মাণ কাজের ক্রেনের তার ছিড়ে গার্ডার পরে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনাকে যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখছেন বিআরটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম। সোমবার বিকেলে দুর্ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের গার্ডারটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় সম্ভবত ক্রেন কাঁত হয়ে নিচে পড়ে যায়।’ ঘটনার জন্য কে দায়ী এবং কীভাবে ঘটল জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এ মুহূর্তে না জেনে আমি কিছু বলতে পারব না। ক্রেন কাঁত হয়ে গেছে—এটা যান্ত্রিক সমস্যা। এটা নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয়।’
Leave a Reply