জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন । দুপুর পৌনে ১২টায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা জানান । এসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার সমাধিসৌধ প্রাঙ্গণে বিশেষ দোয়া-মাহফিলে অংশ নেন।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর পারিবারিক পরিমণ্ডলে কিছু সময় কাটিয়ে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় অবস্থান করায় বেসামরিক ও সামরিক প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তার তদারকিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার আগমন উপলক্ষে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি।
এছাড়া পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের চারপাশের প্রতিটি সড়ক ও বাড়িগুলোতে সতর্ক অবস্থানে আছেন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সমাধিসৌধ কমপ্লেক্সের ফটকগুলো দিয়ে প্রতিটি মানুষকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply