ঢাকার কেরানীগঞ্জে কবুতর চুরির অপরাধে আলআমিন নামে নয় বছর বয়সি এক শিশুকে শিঁকল দিয়ে হাত পা বেধে অমানবিক নিযার্তন করার অপরাধে মো. আবদুল হামিদ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার বিচারের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আবদুল হামিদ দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সেন্টারগলির হাজি চান মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশু আল আমিন তার মায়ের সাথে ওই এলাকায় ভাড়া বসবাস করতো। গত ৩১ জুলাই বরিবার সকালে কবুতর চুরি করা সন্দেহে আবদুল হামিদ তার বাড়ির সামনে বিদ্যুতের খঁুটির সঙ্গে শিশু আলআমিনকে শিঁকল দিয়ে তালাবন্দি করে বেধরক মারধর করে। এতে শিশুটি গুরুতর আহত হয় ও তার ডান হাতের হাড় ভেঙ্গে যায়। মারধরের খবর পেয়ে শিশু আল আমিনের মা রুমা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তার ছেলে কে উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করে। পরে রবিবার সন্ধ্যায় শিশুটির মা রুমা বেগম বাদী হয়ে আবদুল হামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ হামিদকে গ্রেপ্তার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, শিশুটিকে বিদ্যুতের খঁুটির সাথে শিঁকল বেধে অমানবিক নিযার্তনের দায়ে আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) বিচারের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply