ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের চালানো গুলিতে শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মাহাবুব রহমান জানান, বুধবার রাতে নির্বাচনি সহিংসতায় শিশু মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে। কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ ও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।
এদিকে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েেছ পুলিশ।
বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে ইউপি নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। এতে ২ বছরের এক শিশু নিহত হয়।নিহত শিশু মিডডাঙ্গী দিঘীপাড়া এলাকার বাদশাহ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে আসেন তার মা। ভোটের ফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
Leave a Reply