রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলা ৬ তলা ভবনের নিচতলায় থাকা কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ছাদে কিছু লোক আটকা পড়েছে। আটকাপরা মানুষদের নিরাপদে সরানোর চেষ্টা করছে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস কর্মিরা।
শুক্রবার(২৩ এপ্রিল) ভোর রাত সোয়া তিনটার দিকে আগুনের ঘটনা ঘটে। হাজি মুসা ম্যানসন নামের একটি ভবনের নিচ তলায় এ আগুন লাগে। স্থানীয়দের মতে বাড়ীর নিচ তলায় রাসায়নিক কেমিক্যালের গোডাউন ছিলো। বাকি উপরের ৫ তলায় সাধারন পরিবার বসবাস করত। প্রায় ১৮ থেকে ২০টি পরিবার বসবাস করত ভবনটিতে। স্থানীয় একজন জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে। প্রথমে বিদ্যুতের তারে আগুন লেগে সেটা নিচতলায় থাকা কেমিক্যালের গোডাউনে প্রবেশ করে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা দাউদাউ করে উপরের দিকে উঠতে থাকে। এবং সেটা অন্যান্য তলায় ছড়িয়ে পরে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে চারদিক। ফায়ার সার্ভিস অক্লান্ত চেষ্টা করছে আগুন নেভাতে ও ভিতরে আটকে পরাদের উদ্ধার করতে। এ যাবত কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। বিস্তারিত……
Leave a Reply