1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে ভূমিহীনদের গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

“আশ্রায়নের অধিকার,শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যে মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না ঘোষণার বাস্তবায়নে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের ২য় প্রকল্পের ৩য় পর্যায়ের (২য় ধাপ) গৃহ বিতরণ করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরই অংশ হিসেবে আশ্রায়ান প্রকল্পের তৃতীয় ধাপে কেরানীগঞ্জে ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি পাকা নতুন ঘর পাচ্ছেন। এর মধ্যে গত ২৪ এপ্রিল প্রথম পর্যায়ে ১২টি ঘর হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ টি ঘর আগামিকাল হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ রনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শহিদুল ইসলাম সহ অন্যরা।

প্রেসব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন,  উপকারভোগী পরিবারে আর্থিক স্বচ্ছলতা ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিবারের সদস্যদের হাস-মুরগী,পশু পালন ও সেলাইমেশিন সহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য: আশ্রায়ন প্রকল্পের অধীনে ১ম ও ২য় ধাপে এ পর্যন্ত কেরানীগঞ্জে ৫৫ টি ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে গৃহস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় প্রকল্পের ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ২লক্ষ ৫৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সামগ্রিকভাবে জমি সহ ঘরের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫৯ হাজার টাকা ধরা হলেও কেরানীগঞ্জ জমির দাম বেশি হওয়ায় এর মূল্য কয়েকগুণ বাড়বে।

 

বুড়িগঙ্গা টিভি/ আহমেদ টিটু

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews