সোমবার পর্যন্ত সারা দেশে তাপদাহে ভ্যাপসা গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই দুইদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও নেই। আর টানা বৃষ্টি না হলে কমবে না তাপপ্রবাহও। অতিরিক্ত গরমে অতীষ্ঠ জনজীবন।
শুরু হয়েছে শ্রাবণ মাস। বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী এটা তুমুল বৃষ্টির সময়। অথচ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। কয়েকদিন ধরেই চলছে এ অবস্থা।
এ অবস্থা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দুই-এক পশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না। ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি নেই। আবাহওয়া অফিস বলছে, চলতি মৌসুমে চতুর্থ দফায় তাপপ্রাবহ বহমান।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, মৌসুমি বায়ু বাংলাদেশে দুর্বলভাবে অবস্থান করছে। সে কারণে বৃষ্টি কম হচ্ছে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না।
আবহাওয়া অধিদপ্তর আরো বলছে, বৃষ্টির জন্য পর্যাপ্ত ভারী মেঘ জমছে না দেশের আকাশে। আবার ভূ-পৃষ্ঠের জলাশয়গুলো ভরপুর থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও দ্বিগুণ হচ্ছে। এতে অনুভূত হচ্ছে তীব্র গরম।
বর্তমানে রাজশাহী ও রংপুর এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
Leave a Reply