মাদারীপুর প্রতিনিধিঃপবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ছিন্নমূল পথ শিশুদের মাঝে এসএলএফএসসি সেচ্ছাসেবি সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ঈদের দিন খুজে খুজে সুবিধাবঞ্চিতশতাধিক পথশিশুদের মধ্যে প্রদান করা হয় এ সামগ্রী।
জানাযায়,সেচ্ছাসেবী সংগঠন স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন,ঈদ টুগেদার নামে একটি ইভেন্ট’র মাধ্যমে ঢাকা শহরের সড়কে ওলিতেগলিতে পার্কসহ বিভিন্ন স্থানে ফুল,চকলেট দিয়ে সাহায্য চাওয়া সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের খুজে বাছাই করে তাদের মুখে হাসি ফোটাতে শতাধিক শিশুদের মাঝে খাদ্য সামগি বিতরণ করা হয়েছে। এর মধ্যে মেসাই,চিনি,পোলাউর চাউল,লবন,সয়াবিন তেল ও রান্না করা খারার সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। এ সমস্ত খাদ্য সামগ্রি পেয়ে মহাখুশি পথ শিশুরা। এ সমস্ত পথ শিশুদের মুখে হাসিফোটাতে ও সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়াতে ২০২০ সালের ২শরা অক্টোবর” জেরিনা আফরিন জেমির নেত্রীত্বে সউদ্যেগী একদল শিক্ষার্থীদের হাত ধরে “স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন -এসএলএফএসসি”সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। সংগঠনের সেচ্ছাসেবী সদস্যদের দেওয়া মাসিক সঞ্চয় সংগঠনটির আয়ের মূল উৎস। সপ্তাহে একদিন ছিন্নমূল পথশিশুদের একবেলা খাবারের আয়োজন করা,বিভিন্ন উৎসবে নতুন পোশাক ও খাবার এবং শীতবস্ত্র বিতরণ করা। অসুস্থ হলে চিকিৎসা নিশ্চিত করা “স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন – এসএলএফএসসি” মূল মন্ত্র। সংগঠনের সদস্য মোহাম্মদ হৃদয় বলেন,পথশিশুরাই আমাদের হৃদয়ের স্পন্দন,তাদের উন্নতি আমাদের কাম্য। সংগঠনের কার্যকরী সদস্য তানজীর হোসাইন সাকিব জানান,ইতিমধ্যে আমাদের সংগঠনের কার্যক্রম মানুষের হৃদয়ে যে সারা পেয়েছে এভাবে সারা পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে পথশিশুদের মধ্যে আমরা আরো বেশি করে সাহায্য বিতরণ করবো। সংগঠনের সভাপতি জেরিনা আফরিন জেমি বলেন, ইতিপূর্বে আমরা কয়েকটি ইভেন্ট এর আয়োজন করেছি।তাতে ইতিবাচক সারা পেয়েছি এই ঈদুল আযহা উপলক্ষে পথশিশুদের নিয়ে কাজ করতে আমাদের “ঈদ টুগেদার” সিজন-৪ আয়োজন করেছি আগামিতেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাসেল হাওলাদার জানান, সরকারের ডিজিটাল বাংলা বিনির্মানে ও উন্নত রাষ্ট্র গঠনের আমরা ক্ষুদ্রতম অংশীদার হিসেবে নিরক্ষরতা দূর করা সহ শিক্ষিত সভ্য ও ভিক্ষা মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের আবাসন সুবিধা সহ বিনা মূল্যে পাঠদান,কর্ম সংস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সুব্যাবস্থা করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আমরা সকলের সম্মিলিত চেষ্টায় খুব শীঘ্রই সফলতা পাবো।
Leave a Reply