1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪জুলাই থেকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
হজ যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে। সংগৃহীত ছবি

হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ হজ অফিস (ঢাকা) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। হজ অফিস জানায়, একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। চলতি জুলাই মাসে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews