কেরানীগঞ্জে নকল আচার, ট্যাংক ও জর্দ্দা তৈরির অপরাধে তিনটি কারখানাকে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কেরানীগঞ্জ মডেল থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানাধীন কুশাইর বাগ এলাকায় মোঃ রুবেল(৩০) এর কারখানায় অনুমোদনবিহীন নকল খাদ্য সামগ্রী হিসেবে আচার, ট্যাংক তৈরী ও বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় কারখানাটি সিলগালা করেন। এছাড়া ওই কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাগনা এলাকায় মোঃ মিঠুন(২৩) এর কারখানায় নকল, পঁচা ও মেয়াদ উত্তীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে আচার প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে কারখানাটিকে সিলগালা ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া কালিন্দি চড়াইল এলাকায় মেহেনাজ কেমিক্যাল এণ্ড খয়ের ও জর্দ্দা প্রস্তুত কারখানায় মালিককে না থাকায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। কারখানার মালিক এনায়েত কে আগামীকাল প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে,স্ব- শরীরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপস্থিত থাকতে নির্দেশ প্রদান করা হয়।
অভিযানের বিষয় কেরানীগঞ্জ মডেল থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০,৫২ ও ৫৩ ধারায় তিনটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, যা খেলে ছোট বাচ্চাদের ক্ষতির আশংকা ও নকল পন্য তৈরী করার অপরাধে সিলগালা ও জরিমানা করেছি। আমাদের সবাইকে এসব কারখানার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply