1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

পদ্মা সেতুতে ঈদের আগে মোটরসাইকেল চালার কোনো সম্ভাবনা নেই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
ফাইল ছবি

পদ্মা সেতুতে ঈদের আগে মোটরসাইকেল চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

এসময় সচিব বলেন, ‘পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসবে, স্পিডগান বসবে, এরপর হয়তো বাইকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, ঈদের আগে মনে হয় না এটা সম্ভব হবে’।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে যেন কেউ হাটাহাটি করতে না পারে, তা আরো কঠোরভাবে তদারকি করা হবে। পদ্মা সেতুর নাট-বল্টু খোলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান, তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পারিবারিক আদালত আইন, ২০২২’-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর মাধ্যমে অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হলো।

উল্লেখ্য, উদ্বোধনের পর গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়া হলে যানবাহনের ঢল নামে। সেই মিছিলে সংখ্যায় সব চেয়ে বেশি ছিল মোটর সাইকেল। ১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন।

সেদিন সন্ধ্যায় সেতুতে মোটর সাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় দুই তরুণের। ওই প্রেক্ষাপটে পরদিন ভোর থেকে সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews