মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এসএম হানিফ নতুন কোনো কর আরোপ ছাড়াই ৬৫কোটি ১১লাখ ৫হাজার ১১৯ টাকার বাজেট ঘোষণা করেন।
জানাযায়, মঙ্গলবার দুপুরে পৌর ভবন কার্যালয়ে পৌর এলাকার সাধারন মানুষ ও গোন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর মেয়র এসএম হানিফ। বাজেটে সর্বমোট ৬৫কোটি ১১লক্ষ ৫হাজার ১১৯ টাকার বাজেটে ব্যায় ধরা হয়েছে ৬৫কোটি ৮লাখ ২০হাজার ৯৬৫টাকা।বাজেটে ডেঙ্গু মশা নিধন,পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে,পানি নিস্কাষন, লাইটিং এর জন্য বিশেষ বরাদ্দ ধরা হয়েছে। পৌর মেয়র এসএম হানিফ বলেন, বাংলাদেশ আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংদস ড. আবদুস সোবহান গোলাপ এমপির দিক নির্দেশনায় অধুনিক কালকিনি পৌরসভা গড়া হচ্ছে।বরাদ্দ পেতে সকল রকম সাহায্য তিনি করেচলেছেন এবং আগামিতে অব্যাহত থাকবে বলে সবাইকে নিম্চিত করেন।এবার বাজেট পৌর এলাকার মানুষের উন্নয়নের বাজট। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান গহাসেন,পৌর নির্বাহী কর্মকর্তা অ ন ম গিয়াস উদ্দিন ,সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী পৌর প্রকৌশলী ইঞ্জিনিয়ার ম. রাকিব হোসেন,হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার ,উপ সহকারী প্রকৌশলী হোসাইন শেখ,প্যানেল মেয়র নাসির উদ্দিন সিকদার, আসাদুজ্জামান লাবু,সংরিক্ষিত কাউন্সিলর তারজিন খাতুনসহ অন্যান্যরা।
PubMed 11098042 cost finasteride
International evidence- based guidelines including 166 recommendations and practice points, addressed prioritized questions to promote consistent, evidence- based care and improve the experience and health outcomes of women with PCOS cialis and viagra sales