1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল না চলায় বদলে গেছে সেতুর চিত্র

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
আজ সকাল থেকে পদ্মাসেতুতে বন্ধ মোটরসাইকেল চলাচল

পদ্মা সেতুতে মোটরসাইকেল না চলায় বদলে গেছে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার চিত্র৷ কোনো জ্যাম নেই সেখানে। আজ ভোর ছয়টা থেকে চলতে দেওয়া হয়নি মোটরসাইকেল। এমনকি কাউকে পায়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না সেতু। শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাইওয়ে পুলিশ।

গতকাল রাতে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে এক নির্দেশনা জারি করে সেতু বিভাগ। জনসাধারণের জন্য খুলে দেয়ার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় সেতুতে দুইজন মারা যাওয়ার পরই এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী পরবর্তী কোনো সিদ্ধান্তের আগ পর্যন্ত সেতুতে কোনো মোটরসাইকেল চলতে দেয়া হবে না।

গতকাল রবিবার (২৬জুন) সেতু চালুর প্রথম দিনে দর্শনার্থী ও যাত্রীদের মধ্যে দেখা গেছে নিয়ম ভাঙার হিড়িক। সেতু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও অনেককেই মাঝ সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা গেছে। অনেকে সোশ্যালমিডিয়ার জন্য ভিডিও বানাতেও দেখা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews