সব চড়াই উৎরাই পেড়িয়ে শক্তি সাহস আর গৌরবোজ্জ্বল স্বপ্নের পদ্মাসেতু উদ্ধোধন হচ্ছে শনিবার (২৫ জুন)। এর মধ্যে চূড়ান্ত হয়েছে সকল প্রস্তুতি। অপেক্ষা শুধু আজ রাত আর কয়েক ঘণ্টার।
রাত পোহালেই উদ্বোধন স্বপ্ন, সাহস, সক্ষমতা, সমৃদ্ধির পদ্মাসেতুর। পদ্মা পাড়ি দেয়ার যুগ-যুগান্তের ভোগান্তি শেষ হচ্ছে এই মেগা স্ট্রাকচারের দ্বার খোলার মধ্য দিয়ে।
সেতুর উদ্বোধনে শনিবার সকাল ১০টায় মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুধী সমাবেশে অংশ নেবেন সাড়ে ৩ হাজার সুধীজন। যাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকরা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মাসেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন ও ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। সেতুতে প্রথম টোল দিয়ে পার হবেন প্রধানমন্ত্রী। পরে মাদারীপুরের বাংলাবাজারের ঘাটে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
Leave a Reply