ঢাকার কেরানীগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় প্রবাস ফেরত এক ব্যক্তি ও জুট মিলের দিনমজুরের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার(২৪ জুন) সকালে উপজেলার রোহিতপুর ইউনিয়নের পশ্চিম মুগারচর এলাকা থেকে পুকুরে ভাসমান অবস্থায় আব্দুল হালিম লাল মিয়া(৬০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লাল মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গোপালপুর বানিয়াটারী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পরিবারসহ লাখিরচর জুটমিল এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো।
এছাড়া একই দিন সকাল ৯ টার দিকে কলাতিয়া ইউনিয়নের খাসকান্দী গ্রামে শরিফ উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি নিজ শয়নক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শরিফ উদ্দিনের পিতার নাম জমির খান। তিনি প্রায় ৭ মাস আগে প্রবাস থেকে ফিরে বেকার জীবন অতিবাহিত করছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, নিহত আব্দুল হালিম লাল মিয়া জুটমিলের পুকুরে পাট জাক দিতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। আশেপাশে তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এছাড়া শরিফ উদ্দিন পারিবারিক কলহে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটা পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। দুটি লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply