টেস্ট খেলায় ব্যাটারদের দুষেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের দৃঢ় ব্যাটিংয়ের পর খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট জমিয়ে তুলেছে বাংলাদেশ। যদিও ম্যাচের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ৩৫ রান। আর বাংলাদেশের জিততে ৭ উইকেট প্রয়োজন।
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটারদের দুষেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেন, ‘এটা ভালো নয়। দুই ইনিংসেই অনেক বাজে আউট , ব্যাট হাতে অনেক বাজে সিদ্ধান্ত। প্রথম ইনিংসে ১০৩ রান- এর চেয়ে বেশি রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত, এটাই শেষ কথা। এই টেস্টে অনেক সহজ ডিসমিসাল হয়েছে। ’
Leave a Reply