ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন-মেলিটোপোলের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেয়া হয়। তবে পাসপোর্ট সরবরাহে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউক্রেন। এর মাধ্যমে ইউক্রেনের বাসিন্দাদের রুশ নাগরিক বানানো হচ্ছে বলে দাবি কিয়েভের।
তবে পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ হামলা শুরুর আগে থেকেই ইইউর সদস্য হতে আগ্রহের কথা জানিয়ে আসছিল ইউক্রেন। রুশ হামলার পর দেশটির পক্ষ থেকে ইউরোপীয় জোটে যোগ দেওয়ার দাবি আরও জোরালো হয়। শনিবার ইউরোপিয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েনের কিয়েভ সফরে আবারো এই ইস্যুতে আলোচনা করেন জেলেনস্কি।
নিষেধাজ্ঞা দেয়া নিয়ে ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও, যুদ্ধ এখন চলছে উল্লেখ করে নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় বিশ্বে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলেন তিনি। একইসঙ্গে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানান।
পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। দক্ষিণে মাইকোলাইভ শহরের মেয়র জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। একইসাথে লড়াই অব্যাহত রয়েছে পূর্বাঞ্চলীয় শহর দনবাসে। রুশ রেকট হামলায় সেভেরোদোনেৎস্কের একটি রাসায়নিক কারখানায় আগুন ধরে যায়। এই কারখানায় কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছিলো বলে জানিয়েছে কিয়েভ।
Leave a Reply