1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী ৫মাস পর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ঢাকার কেরানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউল (৩৪) পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ মাস পর সিরাজদিখান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলার প্রধান আসামী নয়নের স্বীকারোক্তিতে লাশটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালীতে নির্মানাধীন বিসিক কুটির শিল্প নগরী এলাকার ১৫ ফুট বালির নিচ থেকে লাশটি উদ্ধার করে পিবিআইর একটি দল। নিখোঁজ অনুপ বাউলের পিতার নাম মৃত কানাই বাউল, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া ইউনিয়নের পাইনা ভৈরব নগর গ্রামের বাসিন্দা। তার রাজধানীর তাতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল।

জানাগেছে, অনুপ বাউল গত ৩ জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভাড়ালিয়া গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ৪ জানুয়ারী ব্যবসায়ীক পার্টনার নয়নের কাছে ২লাখ পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, “নিখোঁজের পরে তার পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী পার্টনার নয়নসহ কয়েকজনের নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তিতে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়। এরপর মামলার মুল আসামী নয়নকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী আজ সকালে নিখোঁজ অনুপ বাউলের লাশটি পিবিআই উদ্ধার করেন ।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews