১ম বর্ষ পূর্তিতে রক্ত দাতাদের সম্মাননা প্রদান ও মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ ডক্টর এসোসিয়েশন সোসাইটি সভাপতি ডাক্তার হাবিবুর রহমান হাবিব।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য কামরুল ইসলাম শাওন, হযরতপুর ব্লাড সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মাহমুদ শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল হক সাইদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কেরানীগঞ্জ ফেসবুক গ্রুপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল আরিফ, কেরানীগঞ্জ ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, বাংলা লাইভ টুয়েন্টি ফোর ডটকমের সাংবাদিক কাজী সাইফ উদ্দিন, গ্লোবাল ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড মীরপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বদিউল আলম, হেরার আলো সংগঠনের মুহাম্মদ আল আমীন, হযরতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহের আলী, মোঃ আরবাজ রুমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হযরতপুর ব্লাড সোসাইটি সংগঠনে প্রতিষ্ঠাতা ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার কামরুল ইসলাম, হযরতপুর ব্লাড সোসাইটি সংগঠনের সদস্য মরিয়ম আক্তার প্রমুখ।
প্রধান অতিথি ডাক্তার হাবিবুর রহমান হাবিব বলেন, রক্তদানে মানুষের যে আত্মতৃপ্তির তৈরী হয়, বেঁচে থাকার আনন্দকে তা অনেকগুনে বাড়িয়ে দেয়।পরিসংখ্যানে দেখা যায়, যাঁরা রক্তদান করেনা তাদের চেয়ে রক্ত দানকারীর জীবনীশক্তি বেশী হয়,তাদের দীর্ঘ জীবন আনন্দে কাটে।
ডাক্তার হাবিবুর রহমান হাবিব আরো বলেন, নিয়মিত রক্তদান করলে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিরোগ থাকে যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে যায়।
বিশেষ অতিথি সাইদুল হক সাইদ বলেন, দেশে ভালো মানুষের সংখ্যা খুবই নগন্য, একজন ভালো মানুষকে খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ভালো মানুষ সমাজে কম হলেও মানুষ বেঁচে থাকার কামনা করে, আমি আশাবাদী হযরতপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৯টি ব্লাড সোসাইটি সংগঠন তৈরী করলে আপনাদের দেখ-দেখায় পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ব্লাড সোসাইটি সংগঠন তৈরী তা সারা কেরানীগঞ্জ উপজেলায় ছড়িয়ে যাবে।
হযরতপুর ব্লাড সোসাইটি সংগঠনের আহবান : যুবক ছেলে-মেয়েরা অসহায় মানুষের সেবায় যারা রক্ত দিতে ইচ্ছুক কিন্তু রক্তের গ্রুপ জানে না তাদের রক্তের গ্রুপ আমরা পরিক্ষা করে থাকি, যারা বিগত এক বছরে আমাদের সংগঠন থেকে সব চেয়ে বেশি রক্ত দান করেছে তাদের কে সম্মাননা দেয়া হয়েছে। সংগঠনের জন্য যারা সব চেয়ে বেশী পরিশ্রম করেছে তাদের কে সম্মাননা দেয়া হয়েছে। যারা সব চেয়ে বেশি রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছে তাদের কে সম্মাননা দেয়া হয়েছে । সব কিছুর জন্য সম্মাননা দেয়া হয়েছে যাতে করে তাদের কে দেখে আরোও সবাই রক্ত দানে এবং ভালো কাছে এগিয়ে আসে । ধনী-গরীব সকলের রক্তের প্রয়োজন হয় । তাই অনুষ্ঠানের জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করছি । সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন । ঢাকা এবং মানিকগঞ্জ জেলার যে কোন হসপিটালে রক্তের দরকার হলে আমাদেরকে জানাবেন । হযরতপুর ব্লাড সোসাইটি সকল সদস্যগন আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি।
Leave a Reply