বরেণ্য লেখক, বর্ষীয়ান সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর জানাজা আজ বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে। সোমবার তার মরদেহ দেশে আনা হতে পারে বলে জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার।
আবদুল গাফ্ফার চৌধুরীর অন্তিম ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে লন্ডনের একটি হাসপাতালে মারা যান আবদুল গাফফার চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা ছিলেন আবদুল গাফফার চৌধুরী।
আবদুল গাফফার চৌধুরী ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। এ সময় তিনি কলকাতায় দৈনিক আনন্দবাজার ও যুগান্তর পত্রিকায় কলামিস্ট হিসেবেও কাজ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তিনি দৈনিক জনপদ প্রকাশ করেন।
সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। আবদুল গাফফার চৌধুরী ১৯৬৩ সালে পান ইউনেস্কো পুরস্কার। এছাড়া বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন এই কীর্তিমান ব্যক্তিত্ব।
Leave a Reply