অমিত সূূত্রধর, সাভার-আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারে ম্যান ফর ম্যান ফোর্স নামক সংগঠনটি জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। গতবছর যখন বাংলাদেশে করোনা মহামারি আসে তখন থেকে দৃড় মনোবল নিয়ে একাগ্র চিওে কাজ করে যাচ্ছেন সংগঠনটির সদস্যরা।
লকডাউনের সময় সংগঠনের সদস্যরা সাভার সহ আশপাশের এলাকায় মাইকিং করে জনগনকে সচেতন করেছেন। মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানে বিনামূল্যে বিতরন করেছেন। শুধু তাই নয়, করোনা পজেটিভ রোগীদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির লাশ শেষকৃত্য করেছেন সংগঠনটির সদস্যরা। এক আলাপনে, ম্যান ফর ম্যান ফোর্স এর মহাপরিচালক মো. রাজিবুল ইসলাম আমাদের জানান, করোনা মহামারির শুরুতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগী হয়ে করোনার নমুনা সংগ্রহ করেছি। সাভার উপজেলা করোনা নিমূল কমিটি থেকে আমাদের কাজের অনুমতি পেয়েছি করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন/সৎকার করার।
আমাদের সংগঠনটি মানবতার সেবায় নিয়োজিত। অথচ করোনায় কারো মৃত্যু হলে পরিবার-পরিজন লাশকে অবহেলা করে। লাশটির শেষকৃত্য নিয়ে দেখা দেয় সংশয়। তাই আমি সহ সংগঠনের সকল সদস্যরা সিদ্ধান্ত নেই, আমরা করোনা আক্রান্তে মৃত ব্যাক্তির লাশ গোসল ও দাফন এর ব্যবস্থা করবো। যতদিন পর্যন্ত এ মহামারি আমাদের সুস্থ পৃথিবী থেকে না যায়। শুধু তাই নয়, অসহায় ও পরিচয় হীন লাশও আমরা দাফন করি। গত বছর থেকে এ পর্যন্ত মোট ৬২জন পুরুষ-মহিলা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল,দাফন করেছি। এর মাঝে সনাতন ধর্মাবলি ৪জন ও খ্রিস্টান ধর্মাবলি ৪ জন।#
আলহামদুলিল্লাহ! সবার দোয়া, ভালোবাসা, উৎসাহ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে সবার শুভ কামনা করছি।
সকলের ভালোবাসা, উৎসাহ ও সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই। ম্যান ফর ম্যান ফোর্স এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ICT পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স।