কয়েক হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে দেশ থেক চলে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) অবশেষ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের পশ্চিমবঙ্গের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আজ শনিবার দুপুরে পি কে হালদারকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের এক কর্মকর্তা। এসময় পি কে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারসহ ও অন্যতম সহযোগী সুকুমার মৃধাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে এক নারীও রয়েছেন।
Leave a Reply