করোনা নেগেটিভ হলেন সাকিব আল হাসান। আজই দলের সাথে অনুশীলনে যোগ দিচ্ছেন। ফিট থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন তিনি। তিনদিন আগে করোনা পজেটিভ হওয়ার খবর জানা যায়।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলতে ডিপিএলে তার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন সাকিব। লিগ শেষে বিরতিতে যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান।
গত মঙ্গলবার পরপর দুটি করোনাপরীক্ষায় তাঁর পজিটিভ এসেছিল। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন সাকিব। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল গত ৮ মে বাংলাদেশে এসেছে। চট্টগ্রামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে।
Leave a Reply