কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার আফজাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মোঃ মসিউর রহমান, উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল আজিজ, সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজা, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেরানীগঞ্জ থানা অফিসার মোঃ সহিদুল হক, নবাবগঞ্জ উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবেদন পাঠকরেন, রুহিতপুর ইউনিয়ন দলনেতা মমিনুল ইসলাম, বাস্তা ইউনিয়ন দলনেত্রী কাজল রেখা, আনসার ভিডিপি ব্যাংকার মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার আফজাল হোসেন বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আনসার, আনসার ব্যাটালিয়ান, ভিডিপি বাহিনী তিনটি গঠিত। তিনি বলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে সাধারন মানুষের পাশে গিয়ে দাড়িয়ে থাকেন। কোভিট ১৯ করোনা সময় আমাদের বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন, কোভিট এর সময় করোনায় মৃত্যুবরন করেছে ছেলে তার বাবার লাশের কাছে যায়নি সেই সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনান্য ভূমিকা রেখেছেন।
জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি কাজ করেছেন।
এসময় তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন।
পরে জেলা আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার আফজাল হোসেন উপজেলায় দায়িত্বরত আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের হাতে পুরস্কার তুলেদেন।
বা/প্রে/ মোঃ এরশাদ হোসেন
Leave a Reply