ভারতের চলতি আইপিএল আসর নিজেকে খুব একটা মেলে ধরতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরের প্রথম দুই ম্যাচের শুরু একাদশে থাকলেও ব্যাট হাতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে বল হাতে উইকেট শিকারের পাশাপাশি রান আটকাতে দেখা গেছে সাকিবকে।
সবশেষ মুম্বাইয়ের বিপক্ষে মিডল অর্ডারে ব্যাট করতে এসে দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছেন সাকিব। এরপর আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের চরম ব্যর্থতার খেসারত দিতে গিয়ে পরাজয় মেনে নিতে হয় কলকাতার। যার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে সাকিবসহ আরও দু’এক জায়গায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাকিবের বিকল্প হিসেবে কলকাতা দলে রয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারাইন। বল হাতে সাকিবের চেয়ে খুব একটা খারাপ নন তিনি। তবে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে বেশ কয়েকবার রান তুলে আস্থার জানান দিয়েছেন এই অলরাউন্ডার। চলতি আইপিএলে সাকিব দলে থাকায় এখনো একাদশে সুযোগ হয়নি তার। তবে ব্যাঙ্গালুরের বিপক্ষে যদি একাদশে পরিবর্তন আসে, তবেই সুযোগ মিলতে পারে নারাইনের।
কলকাতার সম্ভাব্য একাদশ: নিতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারাইন/সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন/পবন নেগি/কুলদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী।
ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়র্স, ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল।
Orcvww Generico Francia Sildenafil https://oscialipop.com – cialis online cheap Dwooxe can you buy cialis online Txvnrs ExcitationContraction Coupling A. viagra problemas psicologicos Rkswxb https://oscialipop.com – Cialis